শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

ভোলা-৪ (চরফ্যাশন -মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য এম এম নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন, চরফ্যাশন সরকারি কলেজ, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, দোয়া-মোনাজাতসহ হাফেজি মাদরাসা ও এতিমখানায় খাবার বিতরণের কর্মসূচি নিয়েছে। দুপুর ১২টায় ব্রজগোপাল টাউন হলে অধ্যক্ষ নজরুল ইসলামের শোকসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। 

সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পিতা। অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম ১৯৪৩ সালের ১৬ অক্টোবর তৎকালীন বরিশাল জেলার ভোলা মহকুমার লালমোহন থানার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল হাকিম পণ্ডিত এবং মাতার নাম জরিফা খাতুন। তিনি চরফ্যাশন টাফন্যাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরবর্তীতে ১৯৬৮ সালে চরফ্যাশন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে বাকেরগঞ্জ-৩ (চরফ্যাশন-লালমোহন) আসন থেকে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে দ্বিতীয়বার ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ খবর