বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মিয়ানমারের তৎপরতা থামাতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, মিয়ানমারের আচরণ দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বেপরোয়া তৎপরতা ও নিক্ষিপ্ত মর্টার শেলের আঘাতে বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছাকাছি হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবেই মানা যায় না। সমস্যা সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি। গতকাল এক বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আরও বলেন, মিয়ানমারে গোলাগুলি ও সংঘর্ষ তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও এ সংঘর্ষের জের বাংলাদেশে এসে পড়ায় আমরা উদ্বিগ্ন। মানুষ হতাহত হচ্ছে। সীমান্তবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। তিনি বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও মিয়ানমারের সীমান্তে অপতৎপরতা এখনো বন্ধ হয়নি। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিকের প্রাণ হারাতে হবে, সীমান্তে বাংলাদেশি নাগরিকরা চরম উৎকণ্ঠায় দিনাতিপাত করবে তা মানা যায় না। এ বিষয়ে সরকারকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

 

সর্বশেষ খবর