বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সীমান্ত পরিস্থিতি জাতিসংঘের নজরে আনার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার সীমান্তে চলমান পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জাতিসংঘের নজরে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী। চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে তিনি বলেন, ২৮ আগস্ট থেকে বাংলাদেশের অভ্যন্তরে বার বার মর্টারের গোলা নিক্ষেপ, রোহিঙ্গা শিবিরে হামলায় হতাহতের ঘটনা ও মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইনের অবমাননা। বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত ও যুদ্ধ উসকানি গর্হিত অপরাধ। তিনি বলেন, যুদ্ধ সংঘাত কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। জাতিসংঘের মাধ্যমে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মিয়ানমারের উসকানি ও ফাঁদে পা দিয়ে বাংলাদেশ অপ্রত্যাশিত যুদ্ধে জড়ালে দেশের অর্থনীতি ও অগ্রযাত্রায় সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

সর্বশেষ খবর