সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পায়রা বন্দরে আয় ৫৮১ কোটি টাকা ব্যয় ৬৭৬ কোটি

নিজস্ব প্রতিবেদক

পায়রা বন্দর চালুর পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮৯০টি জাহাজ বন্দরে ভিড়েছে। এরমধ্যে ২৪৬টি বিদেশি জাহাজ ও ৬৪৪টি দেশীয় জাহাজ। এই খাত থেকে ইতোমধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয় হয়েছে ৫৮১ কোটি ৯৯ লাখ টাকা। এ ছাড়া চলতি বছরের জুন পর্যন্ত পায়রা বন্দরের উন্নয়ন ও পরিচালনায় ব্যয় হয়েছে ৬৭৬ কোটি ৭৫ লাখ টাকা।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৪৮তম বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। কমিটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল থেকে ঢাকা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথকে নিয়মিত ড্রেজিং করে লাইটার জাহাজ চলাচলের উপযোগী করার মাধ্যমে বন্দর থেকে ঢাকা, মুক্তারপুর, পানগাঁও ও আশুগঞ্জ কন্টেইনার ডিপোসহ সারাওদশের সঙ্গে নৌসংযোগ স্থাপনের সুপারিশ করে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। কমিটির সদস্য মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ  নেন।

সর্বশেষ খবর