বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হজযাত্রার টাকা নিয়ে প্রতারণার অভিযোগে নারীর মামলা

গাজীপুর প্রতিনিধি

হজ পালন করতে সৌদি আরব যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারিত হওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেন মীম খান নামে এক নারী। তিনি গত সোমবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলি-কোনাবাড়ি) আদালতে সিআর মামলা (নং ৮২৬/২০২২) করেছেন। মামলায় গাছা থানাধীন পূর্ব কলমেশ্বর এলাকার পীরমঞ্জিলের (হোল্ডিং নং ১৩৯৭) মালিক  আজিজুর রহমান বুলবুলি (৬০) ও তার ছেলে ফেরদাউস মোল্লা (৩০) কে বিবাদী করা হয়েছে।

বাদিনী মীম খান জানান, পূর্ব কলমেশ্বর এলাকার পীরমঞ্জিলের (হোল্ডিং নং ১৩৯৭) আজিজুর রহমান বুলবুলির (৬০) বাড়ির নিচতলায় ‘বুলবুলি হজ ট্রাভেলস’-এর অফিস। সেখানে গিয়ে তিনি হজযাত্রার  আগ্রহের কথা জানালে ফেরদাউস মোল্লা (৩০) তার বাবার কথায় ২০২১ সালের ১৫ মার্র্চ সকাল ১০টার দিকে কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে পাসপোর্ট, বাড়ি ভাড়া, কোরবানির পশু ক্রয়সহ বিভিন্ন খাতে খরচ বাবদ ২ লাখ ৬৭ হাজার টাকা দেন। কিন্তু গত ১৮ মাসেও মীম খানের হজ পালনের কোনো ব্যবস্থা করেনি বুলবুলি ট্রাভেলস। গত ৯ সেপ্টেম্বর হজে পাঠানোর ব্যাপারে বিবাদী বুলবুলিকে বাদিনী জিজ্ঞাসা করলে তিনি কোনো টাকা কিংবা হজের কথা বলে জমা নেওয়া কাগজ ও ছবি ফেরত দেবেন না বলে জানিয়ে দেন।

সর্বশেষ খবর