শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মিয়ানমারে ৫.৬ মাত্রার ভূমিকম্প কাঁপল বাংলাদেশ-ভারত

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের আঘাত হেনেছে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। এর প্রভাব অনুভূত হয়েছে ভারতের মণিপুর, নাগাল্যান্ড, দক্ষিণ আসাম এবং বাংলাদেশসহ উত্তর-পূর্বের কিছু অংশে। সূত্র : এনডিটিভি।

মিয়ানমারে স্থানীয় সময় গতকাল ভোর ৪টা ৫২ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে। এর আগেও গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে।

সর্বশেষ খবর