বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শিক্ষার মানোন্নয়নে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবি

শিক্ষার গুণগত মান উন্নয়নে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল রাজধানীর মিরপুরে বাকশিস প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) নেতারা এ দাবি জানান। বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন এবং ইউনেস্কো, আইএলও শিক্ষক সনদ, ১৯৬৬ বাস্তবায়নের দাবি জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ রহিমা খন্দকার, অধ্যক্ষ মুজিবুর রহমান হাওলাদার, ড. এ কে এম আবদুল্লাহ, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ রাফিকা আফরোজ, অধ্যক্ষ বাহার উদ্দিন, অধ্যক্ষ হোসনে জাহান, অধ্যাপক জহির উদ্দিন আজম, অধ্যাপক জাহাঙ্গীর কবির প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর