বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সংঘবদ্ধ ধর্ষণে ফাঁসির চার আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে বিচারিক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়েছেন হাই কোর্ট। ডেথ রেফারেন্স খারিজ ও আসামিদের আপিল গ্রহণ করে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাই কোর্ট বেঞ্চ গতকাল এ রায় দেন। খালাস পাওয়া চারজন হলেন? কমলনগর উপজেলার চর বসু গ্রামের ছানা উল্লাহ, আন্ডার চর গ্রামের মো. রহিম, চর কালকিনি গ্রামের মো. হারুন এবং একই গ্রামের আবুল কাসেম। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। পরে হেলাল উদ্দিন মোল্লা জানান, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। এ ছাড়া মেডিকেল রিপোর্টেও ধর্ষণের প্রমাণ মেলেনি। এ কারণে আদালত তাদের খালাস দিয়েছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাত আড়াইটার দিকে কমলনগর উপজেলায় দরজা ভেঙে আট থেকে নয়জন গৃহবধূর ঘরে প্রবেশ করে। হাত-পা বেঁধে তারা গৃহবধূর ওপর যৌন নির্যাতন চালায়।

সর্বশেষ খবর