বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কেরানীগঞ্জ এলাকায় অনিয়মের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব বলছে, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, অবৈধ রাসায়নিকদ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় তাদের জরিমানা করা হয়। গতকাল বিএসটিআই ও র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন অনিয়মের কারণে যাত্রাবাড়ীর শাওন কনজিউমার প্রডাক্টসকে ৪ লাখ টাকা; আহাদ কনজিউমার প্রডাক্টসকে ১ লাখ টাকা; আলিফ কনজিউমার প্রডাক্টসকে ২৫ হাজার টাকা; আসাদ কনজিউমার প্রডাক্টসকে ১ লাখ টাকা; সিল্কা সিলিং ফ্যানকে ৫০ হাজার টাকা; ওয়াইকন সিলিং ফ্যানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ডেমরার ডাইনামিক কনজিউমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিসকে ৫ লাখ টাকা এবং কেরানীগঞ্জের আজাদ কনজিউমার প্রডাক্টসকে ৫০ হাজার টাকা।

সর্বশেষ খবর