রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে : এনপিপি

নিজস্ব প্রতিবেদক

২০-দলীয় জোট শরিক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণের আন্দোলন শুরু হয়েছে। হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন করে এ আন্দোলন দমানো যাবে না। আগামীতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারের বিদায় ঘটিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।  গতকাল রাজধানীর মতিঝিলে এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে দলের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০-দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের কর্মসূচিতে হামলা ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এ সভা হয়।

 

সর্বশেষ খবর