বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দরপতনে কমেছে বেশিরভাগ শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান দিয়ে শুরু হয়েছিল লেনদেন। তবে পতন দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি বড় হয়েছে দরপতনের তালিকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি দুই বাজারেই বেড়েছে  লেনদেনের পরিমাণ।

দিনের লেনদেনে ডিএসইতে ৬৮ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে ৭৪টির। আর ২২০টির দাম অপরিবর্তিত থাকে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমার দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে।

সর্বশেষ খবর