শিরোনাম
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
হাই কোর্টের রায়

৩০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি সরকারের আবেদ খানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক আবেদ খানের দাবি করা রাজধানীর ধানমন্ডির ২ নম্বর রোডের প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের পরিত্যক্ত সম্পত্তি সরকারের বলে রায় দিয়েছেন হাই কোর্ট। একই সঙ্গে তথ্য গোপন করে এ সম্পত্তির মালিকানা দাবি করে রিট করায় আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ধানমন্ডির ২ নম্বর সড়কে ওই সম্পত্তির অবস্থান। পৃথক দুটি রিট আবেদন নিষ্পত্তি করে গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আবুল হাসেম। পরে কাজী মাঈনুল হাসান বলেন, একই সম্পত্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও সমর্থনীয় কাগজপত্র ছাড়াই সাংবাদিক আবেদ খান তাদের বিরুদ্ধে সেটেলমেন্ট কোর্টের রায় গোপন করে ২০১৫ সালে হাই কোর্টে রিট করেন।

ওই সম্পত্তির মালিকানা দাবি করে রিটটি করা হয়। তথ্য গোপন করে রিট করায় আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

আইনজীবী মোহাম্মদ আবুল হাসেম বলেন, আজ (গতকাল) আদালত রায়ে বলেছেন, ওই সম্পত্তি সরকারের হেফাজতে থাকবে। এ ছাড়া রিটে তথ্য গোপন করায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

সর্বশেষ খবর