রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
ইসলামী ঐক্য আন্দোলন

দেশ ও জাতি সমস্যা সংকটে জর্জরিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশীরুল হাসান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি মোটেও ভালো নয়। গোটা দেশ ও জাতি আজ নানা সমস্যা ও সংকটে জর্জরিত। শিক্ষা, বিচার, প্রশাসন, ব্যাংক, বিদেশি রিজার্ভ ফান্ড, বিদ্যুৎসহ সব সেক্টরে চরম বিশৃঙ্খলা ও হতাশা বিরাজ করছে। সরকারের জনসমর্থন শূন্যের কোঠায়। এ অবস্থায় দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ইসলাম। গতকাল বাদ জুমআ আন্দোলনের ঢাকা মহানগরীর কর্ম পরিষদের মাসিক বৈঠকে সভাপতির সমাপনী বক্তব্যে এ কথা বলেন। উপস্থিত ছিলেন সম্মানিত মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, মোস্তফা তারেকুল হাসান, মাওলানা ফারুক আহমাদ প্রমুখ।

 মাওলানা কবি মুহাম্মদ ওবায়দুল্লাহ, মাওলানা মো. আবু বকর সিদ্দিক, মাওলানা হযরত আলী, এম এম আলী হায়দার, মো. আজমল হোসেন,  শহিদুল ইসলাম মাওলানা আব্দুর রহমান, মাওলানা  মোহাম্মদ আলী। বৈঠকে আগামী মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সর্বশেষ খবর