বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বেচ্ছাসেবী ছাড়া সুন্দর দেশ গড়া সম্ভব নয়

-গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারাই প্রকৃত সমাজসেবক। এটা আদিকাল থেকে চলে আসছে। স্বেচ্ছাসেবকরা সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশায় কাজ করছেন। বর্তমানে দেশে ১০ লাখ স্বেচ্ছাসেবক কাজ করছেন। স্বেচ্ছাসেবী ছাড়া সুন্দর দেশ গড়া সম্ভব নয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী হলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠন ভিএসও বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালালা ফান্ডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশাররফ তানসেন।

সর্বশেষ খবর