রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ইউএনএ জোটের

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে প্রয়াত এই এম এরশাদ প্রতিষ্ঠিত সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ। গতকাল রাজধানীর আদাবরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনএ চেয়ারম্যান সেকেন্দার আলী মনি এই ঘোষণা দেন। আফাজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জোটের মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, সালাম মাহমুদ প্রমুখ।

শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ৭ দফা কর্মসূচির মধ্যে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে অবিলম্বে একটি গঠনমূলক সংলাপ জরুরি। গণজনদুর্ভোগ কমাতে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম অবিলম্বে কমাতে হবে। অবিলম্বে পানি-বিদ্যুৎ-গ্যাস-জ¦ালানি তেলসহ সব দাহ্য পদার্থের দাম কমাতে হবে। ব্যাংক-বীমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যারা বিদেশে অর্থ পাচার করে তাদের দেশে ফেরত এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তিসহ অর্থ ফেরত আনতে হবে। প্রশাসনের সব স্তর থেকে দুর্নীতি ও যাবতীয় অনৈতিক কাজ বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর