শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গুলশানে স্পা সেন্টারে অনৈতিক কাজের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-২ এ ৪৭ নম্বর রোডের ২৫ নম্বর আবাসিক ভবনে স্পা সেন্টারে অভিযান চালানোর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। রাজধানীর গুলশান থানায় মামলাটি করা হয়। মামলায় স্পা সেন্টারের মালিক, ব্যবস্থাপক ও ওই ফ্ল্যাটের মালিককে আসামি করা হয়েছে। এ ছাড়া ডিএনসিসির অভিযানে আটক সাত নারীকে দেহব্যবসার অভিযোগে ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী প্রসিকিউশন ইউনিটের হাতে তুলে দেওয়া হয়েছে। মামলার আসামিরা হলেন- স্পা সেন্টারের মালিক হাসানুজ্জামান ওরফে হাসান, তার স্ত্রী ও স্পা সেন্টারের ম্যানেজার সাইনুর আক্তার পায়েল ও ফ্ল্যাটের মালিক এ টি এম মাহাবুবুল আলম। গতকাল গুলশান থানার এসআই হাসিব বলেন, গুলশানের স্পা সেন্টারে অভিযানের ঘটনায় ডিএনসিসির প্রসিকিউশন অফিসার (অঞ্চল-৩) আবদুস সালাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। আর স্পা সেন্টার থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া ফারজানা আক্তারের মৃত্যুর বিষয়টি অপমৃত্যু হিসেবে রেজিস্টার হয়েছে।

সর্বশেষ খবর