বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ঢাকা মেডিকেল কলেজ

সেবা-সংগ্রাম-ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু ও এম আর মাহবুব রচিত ‘ঢাকা মেডিকেল কলেজ : সেবা-সংগ্রাম-ঐতিহ্য’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের ৩৩ জন কৃতী শিক্ষার্থীকে এবং স্বেচ্ছাসেবা সংগঠন সন্ধানীর সাতজন প্রতিষ্ঠাতা সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. টি এ চৌধুরী, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, ইমেরিটাস অধ্যাপক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডা. কামরুল হাসান মিলন ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম চৌধুরী।

সর্বশেষ খবর