প্রেমের টানে জার্মানির সুন্দরী জেনিফার স্ট্রায়াস গোপালগঞ্জে ছুটে এসেছেন। প্রিয় মানুষটির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ভিনদেশি বধূ পেয়ে খুশি পরিবারের সদস্যরা। পরিবারজুড়ে বইছে খুশির বন্যা। পরিবারের সদস্যদের আনন্দঘন সময় কাটছে ভিনদেশি বধূকে নিয়ে। গত রবিবার গোপালগঞ্জের একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে জেনিফার স্ট্রায়াস ও চয়ন ইসলামের বিয়ে সম্পন্ন হয়। এতে হইচই পড়েছে পুরো এলাকায়।…