মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

চার সচিব পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

ধর্মসচিব কাজী এনামুল হাসানকে বদলি করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) পদে দায়িত্ব দিয়েছে সরকার। ধর্মসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মু. আবদুল হামিদ জমাদ্দারকে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোলকে। আর অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারেককে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ধর্মসচিবের নিয়োগ আদেশটি গতকাল সোমবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন ইউজিসির দুই সদস্য : দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ও ড. মোহাম্মদ আলমগীর। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত পৃথক দুই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগের মেয়াদ হবে চার বছরের জন্য। তবে সরকার মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে বর্তমানে তিনি যে বেতন-ভাতা পাচ্ছেন, দ্বিতীয় মেয়াদে নিয়োগেও একইভাবে বেতন-ভাতা পাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর