সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিক রানার কারাদন্ড তদন্তে তথ্য কমিশনার

শেরপুর প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানার কারাদণ্ডের ঘটনা সরেজমিন তদন্ত করেছেন তথ্য কমিশনার ও সাবেক বিচারপতি শহিদুল আলম ঝিনুক। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে তিনি তদন্ত-সংশ্লিষ্ট বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। এরপর তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হলে তাদের প্রশ্নের জবাবে বলেন, ওই ঘটনার বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তথ্য কমিশন একটি বিশেষ সভা করেছে। কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিষয়টির প্রকৃত অনুসন্ধান করতে হচ্ছে। অর্থাৎ সাজাপ্রাপ্ত সাংবাদিক রানা তথ্য চাইতে গিয়ে ওই অবস্থার শিকার হয়েছেন কি না তা দেখা হচ্ছে। তিনি বিচারাধীন বিষয়ে মন্তব্য করা উচিত নয় বলে সাংবাদিকদের জানান। তথ্য কমিশনার উপজেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার আগে জেলা কারাগারে গিয়ে সাংবাদিক রানার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর তিনি সাংবাদিক রানার ভাড়া বাসায় গিয়ে তার স্ত্রী বন্যা আক্তার ও দশম শ্রেণিপড়ুয়া ছেলে শাহরিয়ার জামান মাহিমের (১৫) সঙ্গে কথা বলেন। পরে তিনি নকলা ইউএনও সাদিয়া উম্মুল বানিন, সাজা প্রদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ ও ইউএনওর সিএ শিলা আক্তারসহ সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে রুদ্ধদ্বার কথা বলেন। এ ছাড়া তিনি জেলা পর্যায়ের সাংবাদিক নেতাদের সঙ্গেও একান্তে কথা বলেছেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ দুপুরে নকলার ইউএনও কার্যালয়ে প্রবেশ করে সিএ শীলা আক্তারকে নাজেহাল, অফিসের গুরুত্বপূর্ণ ফাইল তছনছ এবং উপজেলা পর্যায়ে দাফতরিক এক সভায় ইউএনও সাদিয়া উম্মুল বানিনের কর্তব্য কাজে বাধাসহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ  দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

সর্বশেষ খবর