সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কারিগরি ত্রুটির কবলে শেয়ারবাজার সূচক কমল অস্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিন গতকাল লেনদেন শুরু হওয়ার পরপরই কারিগরি ত্রুটিতে পড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভার। দিনের লেনদেন শেষেও সেই সমস্যার সমাধান হয়নি। তবে সন্ধ্যার পর ত্রুটির কারণে ডিএসইর সূচক ‘অস্বাভাবিকপর্যায়ে’ কমে যায়।

এ বিষয়ে ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপারেশনাল ত্রুটিজনিত কারণে ডিএসইর সূচকে শুরু  থেকে শেষ পর্যন্ত অস্বাভাবিক পরিসংখ্যান লক্ষ্য করা যায়। এ বিষয়ে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নাসডাকের সঙ্গে জরুরি বৈঠক করে তা সমাধানের চেষ্টা অব্যাহত  রেখেছে।’

ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা এবং প্রধান পরিচালন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এ জিএম সাত্বিক আহমেদ শাহকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএসই। সেইসঙ্গে এ অনাকাক্সিক্ষত সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর