সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শোক সংবাদ

জয়পুরহাট প্রতিনিধি

শোক সংবাদ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামের কৃতী সন্তান ডা. এম এ খালেক (৭৮) আর নেই। শনিবার বিকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর বিনাই গ্রামে তাঁকে দাফন করা হয়। ডা. খালেক নিজের জায়গা ও অর্থ দিয়ে নিজ গ্রামে ‘বিনাই জসীম উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়’ স্থাপন করেছেন। তাঁর সন্তানরা সবাই প্রতিষ্ঠিত। সম্প্রতি তিনি গ্রামে একটি ব্যতিক্রমী বাজার নির্মাণের উদ্দেশে ঢাকা থেকে গ্রামে এসে কাজ শুরু করেছিলেন। কিন্তু সেই কাজটি শেষ হওয়ার আগেই পরপারে চলে গেলেন। তাঁর স্ত্রী ডা. হাজেরা শিরিন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞ ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর