বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে বিজয় মিছিল হয়েছে কলকাতায়। গতকাল দুপুর আড়াইটা নাগাদ হাসিনা বাংলাদেশের মাটি ছাড়তেই কলকাতার নিউমার্কেট চত্বরে উচ্ছ্বাস ও বিজয় মিছিলে শামিল হন কলকাতা ভ্রমণ করতে আসা বাংলাদেশিদের একাংশ। এ সময় নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। ওই বিজয় মিছিল থেকে স্লোগান ওঠে ‘আমার ভাই, তোমার ভাই, মরলো কেনো, শেখ হাসিনা জবাব চাই’।
কলকাতায় বেড়াতে আসা চট্টগ্রামের বাসিন্দা মুন্নি নামে এক নারী বলেন, ‘আমাদের আজকে ঈদের মতো খুশির দিন, কারণ শেখ হাসিনা পালিয়ে গেল। আমাদের ছাত্র-ছাত্রীরা অনেকদিন যুদ্ধ করে লড়াই করে এই দিনটাকে নিয়ে এসেছে।’
এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। পেট্রাপোল, ফুলবাড়ী সীমান্তে মোতায়েন সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। এদিনই বিএসএফের অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত মোতায়েন পরিস্থিতি পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা সুন্দরবনে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী (আইপিএস), অতিরিক্ত ডিজি রবি গান্ধী, মহাপরিদর্শক (দক্ষিণবঙ্গ) মনিন্দর প্রতাপ সিংসহ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে শান্ত ও সুস্থ থাকতে বলব। কেউ আইন হাতে তুলে নেবেন না। এখনো অনেকে আটকে রয়েছেন। এটা বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দেখে নেবে। ভারত সরকার যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। আমি সব রাজনৈতিক দল এবং সমাজের সব শ্রেণির মানুষের কাছে অনুরোধ করছি- এমন কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না যাতে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় বা কোনো হিংসা বা প্ররোচনা তৈরি হতে পারে। সবাই আমাদের ভাই, বোন- এটা মনে রাখতে হবে। বাংলাদেশের ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন।’