চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী আজ। দিবসটি পালন উপলক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকালে কোরআনখানি, শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মাহফিল। সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ জানান, সুলতানের ১০০তম জন্মজয়ন্তী যথাযথভাবে পালনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
১৯২৪ সালের ১০ আগস্ট শিল্পী সুলতান নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। রাজমিস্ত্রি পিতা মেছের আলীর নান্দনিক সৃষ্টির ঘষামাজার মধ্য দিয়ে ছোটবেলার লাল মিঞার (সুলতান) চিত্রাঙ্কনে সুপ্ত প্রতিভার বিকাশ হয়।