চার কার্যদিবস বড় উত্থানের পর শেয়ারবাজারে মূল্য সংশোধন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সব কটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৩৭টি প্রতিষ্ঠানের। আর ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৮৬৭ কোটি ৬ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণ ফোনের শেয়ার। কোম্পানিটির ১১৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৪৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১২৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৬টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২০ কোটি ১৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০ কোটি ৮৯ লাখ টাকা।