বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। দলের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন।
মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া আরও বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে ২০২৪ সালে আমরা এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। নতুন এই দেশে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার গ্যারান্টি ইসলামী হুকুমাত। একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব ও রাসুলের আদর্শভিত্তিক রাষ্ট্রই দেশ ও জাতিকে মুক্তি দিতে পারে।
মানুষের তৈরি গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ এগুলো মানুষ মারার হাতিয়ার। অন্তর্বর্তী এই সরকারকে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী হুকুমাত অনুসরণের আহ্বান জানাচ্ছি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মাদ শওকাত হোসেন, মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, মোস্তফা তারেকুল হাসান, মাওলানা কাজী আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ প্রমুখ।