বাংলাদেশ প্রতিদিনে গত ২৭ আগস্ট ২০২৪ ‘ধরাছোঁয়ার বাইরে দুই মাফিয়া’ ও ২৮ আগস্ট ‘শেখ সেলিমের স্বর্ণ পাচারের সহযোগী দোলন’ এবং ৩০ আগস্ট ‘ডায়মন্ড ওয়ার্ল্ডের ভ্যাট ফাঁকি ২৫ হাজার ২০০ কোটি টাকা’ শিরোনামে প্রকাশিত তিনটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ‘ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। প্রতিবাদলিপিতে তিনি বলেন, সংবাদগুলোতে আমার নাম ও ছবি এবং আমার প্রতিষ্ঠানকে উদ্দেশ করে অত্যন্ত রুচিহীন, মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে। এ ধরনের কোনো বিষয়ে আমি ও আমার প্রতিষ্ঠান কোনোভাবেই সম্পৃক্ত নই। এমনকি সংবাদ প্রকাশ করার সময়ে আমার বা আমার প্রতিষ্ঠানের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। যা সাংবাদিকতার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। আমার কাছে সম্পূর্ণ বিষয়টি উদ্দেশ্যমূলক হীন উদ্দেশ্য চরিতার্থ করা ও আমাকে সামাজিক ও অর্থনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে সংবাদ প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদন বিভিন্ন সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। এখানে কাউকে হেয়প্রতিপন্ন বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে উল্লিখিত প্রতিবেদন করা হয়নি।