রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ঢুকে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শাহাদাত হোসেন (২০)। গতকাল রাতে কাটাসুরের গ্রিনভিউ হাউজিংয়ে এ ঘটনা ঘটে। হত্যার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, শাহাদাতের বাবার নাম মো. শাহ আলম। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চাম্পানগর এলাকায়। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।