রাজধানীর সাত রাস্তা থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সিরাজ তালুকদার, জাহাঙ্গীর ও শামীম হাসান।
গতকাল তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, একজনের ছেলেকে উচ্চ শিক্ষার জন্য জাপানে পাঠানোর কথা বলে প্রথমে ১৬ লাখ টাকা, পরে আরও ১০ লাখ টাকা নেয়। পরবর্তীতে সেই টাকা চাইতে গেলে ৯২ লাখ টাকা চাঁদা দাবি করে। তা দিতে অস্বীকার করলে বাড়ি লিখে দিতে বলে। বৃহস্পতিবার ওই তিন ব্যক্তি ভুক্তভোগীকে জোর করে অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় সাত রাস্তা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।