ভারতের দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দরে অপেক্ষা করছে ৮ টন ইলিশ বোঝাই ২টি ট্রাক। কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকারের আদেশ বেনাপোল মৎস্য অধিদপ্তরে না আসার কারণে ইলিশগুলো ভারতে রপ্তানি করা যাচ্ছে না। ৮ টন ইলিশভর্তি ২টি ট্রাক সর্বশেষ খবর অনুযায়ী বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে ভারতে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
সরকার প্রতিশ্রুত চলতি বছরে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির প্রথম চালান গতকাল রাত ৮টার দিকে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। এ বছর দেশের ৪৯টি প্রতিষ্ঠান ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। আগামী ১৩ অক্টোম্বরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানা গেছে। প্রতি কেজি ১০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ১ হাজার ১৮০ টাকা মূল্য রপ্তানি হচ্ছে।