১ জানুয়ারি, ২০১৮ ১৪:১০

ড. নূরন্নবী ও ইকবাল বাহার চৌধুরীকে ফেলোশিপ প্রদান

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :

ড. নূরন্নবী ও ইকবাল বাহার চৌধুরীকে ফেলোশিপ প্রদান

মুক্তিযুদ্ধভিত্তিক লেখালেখির জন্যে আমেরিকা প্রবাসী বিজ্ঞানী ও নিউজার্সির কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী এবং সাংবাদিকতায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরীকে বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান করেছে। ৩০ ডিসেম্বর ঢাকায় বাংলা একাডেমির বার্ষিক সভায় যুক্তরাষ্ট্রে বসবাসরত নূরন্নবী এবং ইকবাল বাহার চৌধুরীকে এই ফেলোশিপ প্রদানের সংবাদে সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। 

পৃথকভাবে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আটলান্টিকের এ পাড়ের লেখক-সাংবাদিকরাও বাংলা একাডেমির নজরে রয়েছেন। এই ফেলোশিপ প্রদানের মধ্য দিয়ে মূলত প্রবাসের লেখক-সাংবাদিক-গবেষকদের অনুপ্রাণিত করা হলো।’

বিবৃতি প্রদানকারীদের মধ্যে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি লাবলু আনসার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মিয়া এবং সেক্রেটারি এটিএম মাসুদ রানা অন্যতম। 


বিডি প্রতিদিন/১ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর