বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা রেডিমিক্স ব্যাপক সাড়া ফেলেছে

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা রেডিমিক্স ব্যাপক সাড়া ফেলেছে

দেশীয় শিল্পে আরএমসির আমূল পরিবর্তনের কারণ কী?

: বর্তমানের বেশির ভাগ ইন্ডাস্ট্রি কংক্রিটের কোয়ালিটিকেই প্রথম প্রাধান্য দেয় আর কংক্রিটের কোয়ালিটি শুধু আরএমসির মাধ্যমেই নিশ্চিত করা যায়। আর রেডিমিক্সের বেলায় প্রায় ৫০%-৬০% সাশ্রয় হয়। রেডিমিক্স মূলত মিক্স-কংক্রিট থেকে অনেক দিকেই ঝামেলাহীন। কংক্রিটের উপাদান কেনায় কোনো ঝামেলা পোহাতে হয় না।

 

বাংলাদেশে ভারী শিল্প খাতে রেডিমিক্স শিল্প কীভাবে এগিয়ে এলো?

: এখন প্রতিটি বিল্ডিং বাণিজ্যিকভাবে চিন্তা করা হয়। যার কারণে এর আগে যেখানে একটা প্রজেক্ট শেষ করতে তিন/চার বছর সময় লেগে যেত সেখানে রেডিমিক্স ব্যবহারের কারণে সেগুলো এক থেকে দুই বছরের মধ্যে শেষ হচ্ছে। ভারী শিল্প খাতে যত দ্রুত ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ হবে তত প্রজেক্টগুলো থেকে বিনিয়োগ ফেরত আনা সহজ হয়। তাই উদ্যোক্তার মনোযোগ থাকে রেডিমিক্স ব্যবহারের দিকে।

 

রেডিমিক্স ৎপাদনে দেশীয় কাঁচামাল কতটুকু এবং আমদানিকৃত কাঁচামাল কতটুকু?

: দেশীয় কাঁচামাল শতকরা ৫৫ ভাগ এবং আমদানিকৃত শতকরা ৪৫ ভাগ।

 

 

পুরোপুরি স্থানীয় কাঁচামাল দিয়ে রেডিমিক্স ৎপাদন সম্ভব?

: চেষ্টা করলে সম্ভব। কিন্তু উপাদানগুলোর প্রাপ্তি বিবেচনায় সহসাই বিষয়টা অর্থনৈতিকভাবে লাভজনক হচ্ছে না।

 

বাংলাদেশ অবকাঠামো খাতের পরিবর্তনে আরএমসি শিল্প এগিয়ে নিতে কী কী বাধা আছে?

: দেশীয় কাঁচামাল সংকট, সরকারের সুদৃষ্টির অভাব, বড় শহরগুলোতে রাত-দিন গাড়ির মুভমেন্ট থাকবে, দক্ষ মানবসম্পদের অভাব।

 

কাঁচামাল আমদানির ক্ষেত্রে জটিলতা আছে?

: আমদানিনির্ভর হওয়ায় কিছু প্রাসঙ্গিক জটিলতা তো আছেই। উল্লেখযোগ্য হলো, রেট তারতম্য হয় ডলারের কারণে। কোয়ালিটিসম্পন্ন উপাদান মাঝে মধ্যেই পাওয়া সহজলভ্য হয় না, সময়মতো কাঁচামাল পাওয়া যায় না।

 

যে মানের আরএমসি দেশে ৎপাদন হয় তা কি বিশ্বমানের?

: দেশে উৎপাদিত রেডিমিক্স অবশ্যই বিশ্বমানের থেকে কোনো অংশে কম নয়। এ ছাড়া বুয়েট সার্টিফাই হওয়ায় কোয়ালিটি নিয়ে নিশ্চিন্ত থাকা যায় অনায়াসেই।

 

আমাদের মার্কেট শেয়ার কত?

: বসুন্ধরা রেডিমিক্স অতি সম্প্রতি যাত্রা শুরু করে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। বলা যায়, আমরা প্রায় ১-৫% মার্কেট শেয়ার নিয়ে আছি; যা দ্রুতই বাড়ছে।

 

কী কী কাঁচামাল আমদানি করতে হয়?

ভালো মানের ও আস্থার নির্মাণ নিশ্চিতে রেডিমিক্সের উপাদান হিসেবে বিদেশ থেকে বিবিধ রকম পাথর, কেমিক্যাল ইত্যাদি আমদানি করতে হয়।

 

সর্বশেষ খবর