মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

ভিশনের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ফ্রিজ

প্রকৌশলী মো. নুর আলম, চিফ অপারেটিং অফিসার, আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড

ভিশনের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ফ্রিজ
ক্রেতাদের নজর আমাদের দিকে টানার জন্য আমরা নানা অফার নিয়ে এসেছি

বাজারে এখন অনেক ব্র্যান্ডের, অনেক ধরনের ফ্রিজ রয়েছে। সেগুলোর মধ্যে ভিশন ফ্রিজ একটি। আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের ফ্রিজটি ৬০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। বাংলাদেশে ফ্রিজের চাহিদা বর্তমানে অনেক বাড়ছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে ফ্রিজের বার্ষিক চাহিদা ২৫-৩০ লাখ ইউনিট। যে কোনো কিছুই সময়মতো রক্ষণাবেক্ষণ করলে তা আরও বেশি টেকসই হয়। একই বক্তব্য ফ্রিজের ক্ষেত্রেও। নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করলে ফ্রিজ আরও বেশি দীর্ঘস্থায়ী হয়। রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা দিতে আমরা আমাদের ব্যবহারকারীদের জন্য নিয়মিত ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি। এসব ভিডিওতে রক্ষণাবেক্ষণের কিছু সহজ সহজ প্রক্রিয়া আমরা তাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে তারা নিজেরাই ফ্রিজের যত্ন নিতে পারবেন। এখন বাজারে যেসব ফ্রিজ রয়েছে সেগুলোর মধ্যে যেগুলোর চাহিদা রয়েছে সেগুলো ১৫-২০ বছর ব্যবহারের উপযোগী। যেহেতু আমরা স্থানীয় প্রস্তুতকারক, আমাদের এখানে প্রচুর পরিমাণে কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে এবং আমরা দেশের ভিতরে ভারী যন্ত্রপাতিতে অনেক বড় পরিমাণে বিনিয়োগ করছি। আশা করি সরকার বিষয়টা বিবেচনায় রাখবে এবং ব্যবসা পরিচালনার জন্য কিছু নমনীয় নিয়মনীতি চালু করবে। শহুরে ব্যস্ত জীবনে ফ্রিজের চাহিদা ক্রমাগত বাড়ছে। ব্যস্ত জীবনকে অনেকটাই সহজ করে দিয়েছে এ পণ্য। দেশে প্রতি বছরই ফ্রিজের চাহিদা ১২-১৫ শতাংশ ক্রমবর্ধমান হারে বাড়ছে। ক্রেতাদের উদ্দেশে আমি বলতে চাই, শুধু আকর্ষণীয় রং আর ডিজাইন দেখে ভুলবেন না। গ্রাহকদের অবশ্যই পণ্যটি কেনার আগে ভালো কুলিং ব্যবস্থা, উন্নত মানের কম্প্রেসার, কপার কনডেন্সার, পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট ইত্যাদি ফিচার নিশ্চিত করতে হবে। তাহলে ভালো মানের পণ্য কেনা নিশ্চিত করতে পারবেন। তাছাড়া এ বাজারে টিকে থাকার জন্য কোম্পানিগুলোকেও গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। গ্রাহকদের জন্য সবচেয়ে ভালো মানের বিক্রি-পরবর্তী সেবা দিলেই তারা তা পারবেন। বিশ্বের সবকিছুর ওপরই প্রভাব ফেলেছে এ দুটি ঘটনা। এ শিল্পও তার বাইরে নয়। কভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের কারণে সবচেয়ে বড় যে সমস্যা হয়েছে তা হলো উপাদানের দাম বেড়েছে অনেক পরিমাণে। আমরা যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়েছি। এরই মধ্যে আমরা উৎপাদন সক্ষমতা বাড়িয়েছি, বাজারে এনেছি নতুন নতুন মডেল ও প্যাটার্নের পণ্য। আশা করি গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে আমরা সক্ষম হব। ক্রেতাদের নজর আমাদের দিকে টানার জন্য আমরা নানা অফার নিয়ে এসেছি। এর মধ্যে ক্রেতাদের জন্য আকর্ষণীয় কিছু উপহার, মূল্যছাড় সুবিধা, ইএমআই, হায়ার পারচেজ, হোম ডেলিভারি, ১০ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইত্যাদি সুবিধা রয়েছে।

সর্বশেষ খবর