বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সাক্ষাৎকার

পণ্যের মান, সাশ্রয়ী মূল্য এবং বিক্রি পরবর্তী সেবায় ভিসতা টেলিভিশন এগিয়ে

মো. লোকমান হোসেন আকাশ, ব্যবস্থাপনা পরিচালক, ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড

সাইফ ইমন

পণ্যের মান, সাশ্রয়ী মূল্য এবং বিক্রি পরবর্তী সেবায় ভিসতা টেলিভিশন এগিয়ে

বাংলদেশ প্রতিদিন : বর্তমানে টেলিভিশন সেক্টরে বাজারের অবস্থা কেমন?

মো. লোকমান হোসেন আকাশ : এখন বাজার পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছে। বিশ্বকাপ উপলক্ষে বাজার আমরা ক্রমান্বয়ে ভালো পাচ্ছি। আশা করছি সামনে অবস্থা আরও ভালোর দিকে যাবে।

বাংলাদেশ প্রতিদিন : দেশে টেলিভিশন তৈরির বর্তমান পরিস্থিতি কেমন?

মো. লোকমান হোসেন আকাশ : দেশে অনেকেই টেলিভিশন তৈরি করছেন। কিন্তু হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানই রয়েছে যারা আন্তর্জাতিক মানসম্পন্ন টেলিভিশন তৈরি করছে। এর মধ্যে ভিসতা ইলেকট্রনিক্স অন্যতম। মূলত রপ্তানি উপযোগী টেলিভিশন আমরা তৈরি করছি। অর্থাৎ আমরা যে মানের পণ্যটি তৈরি করছি তা রপ্তানির উদ্দেশ্যে। সেখান থেকেই আমরা দেশে বাজারজাত করছি।

বাংলাদেশ প্রতিদিন : বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশনের বাজার কি ভালো হচ্ছে?

মো. লোকমান হোসেন আকাশ : অবশ্যই। যদি গত তিন মাস পর্যবেক্ষণ করি তাহলে দেখব আগের চেয়ে টেলিভিশনের বাজার অনেকে বৃদ্ধি পেয়েছে। আশা করছি এই বাজারটা আগামী ১৫-২০ দিনের মধ্যে আরও বহুগুণে বেড়ে যাবে। বিশ্বকাপ উপলক্ষে বড় স্ক্রিনগুলো সহজলভ্য হচ্ছে। দেখা যাচ্ছে অনেক বিদেশি ব্র্যান্ডের ৩২ ইঞ্চি টেলিভিশনের দামে ভিসতার একটা ৫৫ ইঞ্চি টেলিভিশন পাওয়া যাচ্ছে। ফলে বড় স্ক্রিনের চাহিদা দিন দিন বাড়ছে।

বাংলাদেশ প্রতিদিন : লাইভ খেলা দেখার জন্য ভিসতাকেই কেন মানুষ বেছে নেবে?

মো. লোকমান হোসেন আকাশ : বিশ্বকাপের উন্মাদনায় মানুষ অবশ্যই ভিসতাকে বেছে নেবে কারণ হচ্ছে পণ্যের মান, সাশ্রয়ী মূল্য এবং বিক্রি পরবর্তী সেবায় ভিসতা টেলিভিশন সবার চেয়ে এগিয়ে। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান ভিসতা যারা বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশনের যে সিরিজ নিয়ে এসেছে তাতে অ্যান্ড্রয়েড ১১ রয়েছে। আর কোনো প্রতিষ্ঠানেরই অ্যান্ড্রয়েড ১১ সিরিজের পণ্য নেই।

সর্বশেষ খবর