
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এর মধ্যে নতুন জীবন শুরু করেছেন। দেশ-বিদেশ ঘুরছেন। সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তবে স্পর্শিয়া এবার অভিনয়, শুটে ব্যস্ত হয়ে পড়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি জামালপুরের মাধবগঞ্জে একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। নাটকের নাম ‘পায়েল’। পরিচালক সাইফুল হাফিজ খান। গতকাল ছিল তাঁর জন্মদিন। জন্মদিনকে আরও বেশি রাঙাতে তিনি একটি ফটোশুটেও অংশ নেন। যেখানে ব্ল্যাক পোশাকে অপরূপ রূপেই দেখা মেলে। এটি ফ্যাশন ও মিডিয়া হাউস ‘গ্লামআর্ট’-এর জন্য একটি কাজ। পাবলিশার ও এডিটর মুহাম্মদ উজ্জ্বল মিয়া। যিনি ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার। স্পর্শিয়া বলেন, ‘কনসেপ্টটি দারুণ ছিল। আমার কাছেও ভিন্নরকম লেগেছে। স্টাইলিং ও ফ্যাশন ডিরেকশনে ছিলেন ফয়সাল তুষার আর ফটোগ্রাফার ছিলেন সাকিব মুহতাসিম। আর আউটফিট ও এক্সেসরিজে ‘যাদুর বাক্স’। ফটোশুটের সঙ্গে একটি ভিডিও ইন্টারভিউ শুটও করা হয়েছে। ওইদিন জন্মদিনের সারপ্রাইজ হিসেবে সবাই মিলে কেকও কাটা হয়েছে। ভালো ছিল বিষয়টা।’