logo
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫ ২০:৩৫
গাইবান্ধায় নানা আয়োজনে বর্ষবরণ
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় নানা আয়োজনে বর্ষবরণ

গাইবান্ধায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

কর্মসূচির শুরুতে সকালে স্থানীয় পৌরপার্ক থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বাঙালির ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, পালকি, কুলা, চালনসহ নানা ঢঙের পোশাক পরা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা শেষে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

এতে অংশ নেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দিনব্যাপী একে একে অন্যান্য কর্মসূচিগুলো পালিত হয়।

বিডি প্রতিদিন/এমআই