
আপডেট :
৩০ এপ্রিল, ২০২৫ ০০:০০
আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি ফ্রিল্যান্সারদের
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো জনপ্রিয় পেমেন্ট সেবা চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটি’ ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। তাঁরা বলেন, দেশে বর্তমানে ১০ লাখের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা রয়েছেন। ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবী এমরাজিনা ইসলাম, আবদুল্লাহ আল মামুন, এইচ এম ওসমান শাকিল, গোলাম কামরুজ্জামান, আতিকুর রহমান, সুমন সাহা, মিনহাজুল আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।