logo
আপডেট : ০৫ মে, ২০২৫ ২১:৫২
কিশোরগঞ্জে জমির মাটি বিক্রির দায়ে জরিমানা
কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে জমির মাটি বিক্রির দায়ে জরিমানা

কিশোরগঞ্জের নিকলীতে জমির উপরিভাগের মাটি বিক্রির দায়ে আওয়াল নামে এক কৃষককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত অভিযানটি পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার ছেত্রা গ্রামের কৃষক আওয়াল বেশ কিছুদিন ধরে তার জমির উপরিভাগের মাটি বিক্রি করে দিচ্ছেন, যা আইনত দণ্ডনীয়। তাকে বেশ কয়েকবার নিষেধ করা স্বত্বেও তিনি কর্ণপাত করেননি। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক আওয়ালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং মাটির ক্রেতা কুর্শা গ্রামের ইদু মিয়ার কাছ থেকে মুচলেকা আদায় করে মাটি কাটার যন্ত্র (ভেকু) ফেরত দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এএম