logo
আপডেট : ০৮ মে, ২০২৫ ০৬:২২
মাস্টারকার্ড-এমটিবির সঙ্গে যৌথভাবে রেনেটার বিজনেস ক্রেডিট কার্ড সলিউশন চালু
অনলাইন ডেস্ক

মাস্টারকার্ড-এমটিবির সঙ্গে যৌথভাবে রেনেটার বিজনেস ক্রেডিট কার্ড সলিউশন চালু

মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সঙ্গে যৌথভাবে রেনেটা পিএলসির জন্য বিজনেস ক্রেডিট কার্ড সলিউশন প্রদান করেছে। এই কার্ডের মাধ্যমে রেনেটা পিএলসি তাদের ব্যবসায়িক ব্যয় সহজে এবং কার্যকরভাবে পরিচালনা করতে পারবে। 

কার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান; রেনেটা পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ এস. কায়সার কবির; মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং শাফকাত হোসেন; রেনেটা পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা আলিম আওলাদ এফসিএ (আইসিএইডব্লিউ) এবং মাস্টারকার্ড বাংলাদেশের ডিরেক্টর জাকিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/নাজিম