logo
আপডেট : ২৫ মে, ২০২৫ ০০:০০
চলমান পরিস্থিতিতে খেলাফত মজলিসের আট প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক

চলমান পরিস্থিতিতে খেলাফত মজলিসের আট প্রস্তাব

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আট দফা প্রস্তাব ঘোষণা করেছে খেলাফত মজলিস। গতকাল রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সুযোগ নেই। অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন আহ্বান করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব দল ও স্টেকহোল্ডারদের মধ্যে সৃষ্ট মতানৈক্য দূর করতে হবে। বিভেদ সৃষ্টিকারী কর্মকা  থেকে সব মহলকে বিরত থাকা; সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা অর্থাৎ প্রয়োজনীয় মৌলিক সংস্কারের রূপরেখা ও তা চূড়ান্তের মেয়াদ নির্ধারণ করা, অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা অর্থাৎ জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা, পতিত ফ্যাসিবাদীদের বিচার দ্রুত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট বিভাগকে গতিশীল করা, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণœ হয় এমন পদক্ষেপ ও কার্যক্রমের বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকা, সরকারের বিভিন্ন বিভাগ ও প্রশাসনসহ সব অঙ্গকে কার্যপরিধির মধ্যে থেকে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সরকারের কাজকে গতিশীল করা।

উপস্থিত ছিলেন আমির মাওলানা আবদুল বাছিত আজাদ, আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল জলিল, জাহাঙ্গীর হোসাইন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরুসহ দলটির কেন্দ্রীয় নেতারা।