
আবারও আলোচনায় ফিরেছেন চিত্রনায়িকা মৌসুমী। অনেকেই ধরে নিয়েছিলেন মৌসুমী বোধহয় আর ফিরবেন না ক্যামেরার সামনে। তবে সেই ধারণায় পানি ঢেলে আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় হাজির হলেন ঢালিউডের এ ‘আইকন’। তবে ফিরেছেন ভিন্ন পথে। সিনেমা নয়, তাকে দেখা যাবে একটি টেলিছবিতে। নাম ‘পিএস চাই সুন্দরী’। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে এর শুটিংও সম্পন্ন হয়েছে। সহশিল্পী হিসেবে আছেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। এটিভির (ইউএসএ) ঈদুল আজহার বিশেষ আয়োজনে টেলিছবিটি প্রচারিত হবে। মৌসুমী বলেন, ‘পিএস চাই সুন্দরী’ নামে আমাদের নাটকটি আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। অন্যরকম গল্পের কাজ এটি।’ এটাই শেষ নয়, একই চ্যানেলের আরও একটি নাটকেও অভিনয় করেছেন তিনি। তিনি পরিবার নিয়ে দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থান করছেন।