logo
আপডেট : ১২ জুন, ২০২৫ ০৪:৩৭
ফিফা বিশ্বকাপ ২০২৬: এখন পর্যন্ত কোয়ালিফাই করেছে যারা
অনলাইন ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬: এখন পর্যন্ত কোয়ালিফাই করেছে যারা

সংগৃহীত ছবি

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব চলছে। ইতোমধ্যে ১৩টি দেশ তাদের জায়গা নিশ্চিত করেছে। এই আসরটি প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ফুটবল বিশ্বে একটি নতুন মাইলফলক।

আয়োজক দেশ হিসেবে সরাসরি সুযোগ পাওয়া দলগুলো :
আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে। 

আয়োজক হওয়ার সুবাদেই তারা বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

লাতিন আমেরিকা (কনমেবল) অঞ্চল থেকে :
এই অঞ্চলের তিনটি শক্তিশালী দল ইতোমধ্যে তাদের কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে। আর্জেন্টিনা প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ব্রাজিলও। পেরুর সঙ্গে ড্র করে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ইকুয়েডর।

এশিয়া ও ওশিয়ানিয়া অঞ্চল থেকে :
এশিয়া ও ওশিয়ানিয়া থেকে এখন পর্যন্ত ৭টি দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে—অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান ও নিউজিল্যান্ড। 

বিডি প্রতিদিন/মুসা