logo
আপডেট : ২২ জুন, ২০২৫ ০০:০০
আপত্তিকর ভিডিও ভাইরাল
শরীয়তপুরের ডিসি আশরাফ ওএসডি
নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের ডিসি আশরাফ ওএসডি

এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন। প্রশাসনের ভাবমূর্তি রক্ষায় ওই বিতর্কিত ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। গতকাল তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে চলে আলোচনা-সমালোচনা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আপাতত ওএসডি করা হয়েছে, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য ৫ আগস্টের পর গত বছরের ৩ নভেম্বর তিনি শরীয়তপুরের ডিসি হিসেবে নিয়োগ পান।

বিসিএস প্রশাসন ক্যাডার ২৭ ব্যাচের কর্মকর্তা তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে নারী অফিস সহকারীর সঙ্গে জামালপুরের তৎকালীন জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। পরে তাকে বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে শাস্তির মুখোমুখি হতে হয়।