logo
আপডেট : ২৯ জুন, ২০২৫ ১৭:১২
রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো নারীকে জীবিত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো নারীকে জীবিত উদ্ধার

বরিশালে পলিথিনের বস্তার মধ্যে হাত-পা-চোখ-মুখ বাঁধা অবস্থায় অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার সকালে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে তালুকদার হাট এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার গৃহবধূর নাম মারিয়া আক্তার (২৩)। সে বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের বাসিন্দা ও ভোলার ব্যবসায়ী মশিউর রহমানের স্ত্রী।

মহানগর পুলিশের বন্দর থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে তালুকদার হাট এলাকা থেকে পলিথিনের বস্তার মধ্যে হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় নারীকে উদ্ধার করা হয়েছে। নারীর শরীরে তিন স্থানে ফোসকার চিহ্ন রয়েছে। তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি ব্যবস্থা করবো। 

এ বিষয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক একে মশিউল মুনির বলেন, হাসপাতালে কোন এসিড দ্বগ্ধ রোগী ভর্তি হয়নি। একজন নারী ভর্তি আছে। তার অবস্থা আশংকাজনক নয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন