logo
আপডেট : ০৬ জুলাই, ২০২৫ ০০:০০
কাগতিয়ায় আশুরা মাহফিল
ইমাম হুসাইন (রা.) আত্মত্যাগ ও আদর্শের প্রতিফলন ঘটিয়েছেন

ইমাম হুসাইন (রা.) আত্মত্যাগ ও আদর্শের প্রতিফলন ঘটিয়েছেন

চট্টগ্রাম কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবারের মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন (রা.) এর আত্মত্যাগ হক এবং বাতিলের ব্যবধানকে ফুটিয়ে তোলে। সত্য এবং মিথ্যার তফাত স্পষ্ট করে, আশেকে রসুল (সা.) এবং দুশমনে রসুল (সা.)- এর পরিচয়কে তুলে ধরে। সত্যের পথে এবং মতে ইমাম হুসাইন (রা.) যে আপসহীন মনোভাব দেখিয়েছেন তা যুগে যুগে সত্যানুসন্ধানী মানুষের জন্য অনন্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। গতকাল চট্টগ্রামের কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবারে আয়োজিত পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৩তম আশুরা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজক সংগঠন মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবারের প্রতিষ্ঠাতা শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি