logo
আপডেট : ২৫ জুলাই, ২০২৫ ২১:৩৯
থাইল্যান্ডের সীমান্তবর্তী আট জেলায় সামরিক আইন
অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের সীমান্তবর্তী আট জেলায় সামরিক আইন

দুই দেশ যুদ্ধবিমান, কামান, ট্যাংক এবং স্থলসেনা ব্যবহার করেছে

কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের পর থাইল্যান্ড সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন জারি করেছে। শুক্রবার থাইল্যান্ডের চনথাবুরি ও ত্রাত প্রদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

চনথাবুরির সাতটি জেলা ও ত্রাত প্রদেশের একটি জেলায় সামরিক আইন প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন থাই সেনাবাহিনীর সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের কমান্ডার আপিচারট সাপরাসার্ট।

বৃহস্পতিবার শুরু হওয়া এই সংঘর্ষে দুই দেশ যুদ্ধবিমান, কামান, ট্যাংক এবং স্থলসেনা ব্যবহার করেছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ হঠাৎ করে তীব্র রূপ নেয়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়।

থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী চারটি প্রদেশ থেকে এক লাখের বেশি বেসামরিক মানুষকে সরিয়ে প্রায় ৩০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে, যার মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক ও একজন সেনাসদস্য রয়েছেন।

উল্লেখ্য, দুই দেশের প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে সীমান্ত এলাকায় কয়েকবার সংঘর্ষ হয়েছিল, যাতে অন্তত ২৮ জন নিহত ও ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

এই অঞ্চলে লক্ষাধিক বিদেশি পর্যটক প্রতি বছর ভ্রমণ করে থাকেন, ফলে এমন উত্তেজনা আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল