logo
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০০
সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহতের চার দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার মধ্যরাতে উপজেলার ডোনা সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহত আবদুর রহমান (৩৩) উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। ২৯ আগস্ট ডোনা সীমান্তে ভারতের অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবদুর রহমান। স্থানীয়দের অভিযোগ, বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ হস্তান্তরের জন্য বিএসএফের কাছে বার্তা পাঠায় বিজিবি। কিন্তু ময়নাতদন্তের নামে সময়ক্ষেপণ করে সোমবার মধ্যরাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও কানাইঘাট থানা পুলিশের কাছে লাশ ফেরত দেয় বিএসএফ ও মেঘালয় পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল জানান, গভীর রাতে বিএসএফ ও মেঘালয় পুলিশ কফিনবন্দি লাশ নিয়ে আসে। বিজিবির উপস্থিতিতে লাশ ফেরত নেয় পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।