logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৬ ১৮:০২
'xxx' -এর নতুন ট্রেলারে দীপিকার চমক (ভিডিও)
অনলাইন ডেস্ক

'xxx' -এর নতুন ট্রেলারে দীপিকার চমক (ভিডিও)

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি 'xxx' নিয়ে ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ সেই প্রথম থেকেই। কিন্তু ছবিটির প্রথম ট্রেলার ভক্তদের মন জয় করতে পারেনি। ট্রেলারটি অ্যাকশন সিকোয়েন্স এবং তারকা সমাবেশে ভরপুর হলেও, সেখানে ছিলেন কেবল ভিন ডিজেল। ডিপসকে দেখা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তাই প্রথম ট্রেলারে দর্শকদের চমক দেওয়া হয়ে ওঠেনি অভিনেত্রীর।

কিন্তু দর্শকদের আনন্দ দিতে অভিনেত্রী হাজির হলেন ছবির দ্বিতীয় ট্রেলার নিয়ে। আর সেই ট্রেলারের মধ্যমণি দীপিকা স্বয়ং। ট্রেলারে শিকারি দীপিকাকে দেখা গেছে রণংদেহি অবতারে। জমকালো পোশাক, লাস্য এবং চূড়ান্ত অ্যাকশনে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। ছবিতে ভারতীয় শিকারি সেলেনা আঙ্গারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

সম্প্রতি ১ মিনিট ২০ সেকেন্ডের নতুন ট্রেলারটি মুক্তি পেয়েছে ‘বিগ বস’ হাউসে। অভিনেত্রী স্বয়ং উপস্থিত ছিলেন সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। দর্শকদের জন্য হিন্দিতে মুক্তি দেওয়া হয়েছে ট্রেলারটি।

রইল দীপিকার  নতুন  ছবির ট্রেলার:

বিডি-প্রতিদিন/এস আহমেদ