
আপডেট :
১১ জুলাই, ২০১৭ ০০:০০
কুমিল্লায় মেয়ে সন্তানের খবরে স্ত্রীকে হত্যা!
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামে স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান আসার খবরে তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ৬ মাসের অন্তঃসত্ত্ব্বা ইয়াছমিন আক্তার (২৬) একই উপজেলার জিন্নতপুর গ্রামের মো. কবির হোসেনের মেয়ে। নিহতের স্বামী মোস্তফাকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছর ১০ অক্টোবর দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামের মৃত রেহান উদ্দিন রেনু মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী মোস্তফা কামালের সঙ্গে ইয়াছমিন আক্তারের বিয়ে হয়। মোস্তফা দীর্ঘসময় দেশে থাকায় তার সিঙ্গাপুরের ভিসা বাতিল হয়ে যায়। এরই মধ্যে ইয়াছমিন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়ে সন্তান হবে এমন খবরে শ্বশুর বাড়ির লোকজন ইয়াছমিনকে অবজ্ঞা করতে থাকেন। এ নিয়ে চলতে থাকে পারিবারিক বিরোধ।