
আপডেট :
১৫ জুলাই, ২০১৭ ০০:০০
ইতিহাস
আলাউদ্দিন খলজি
সাহসী ও সমর্থ, কুশলী ও সুচতুর, রাজনীতিবিদ ও চিন্তাবিদ হিসেবে আলাউদ্দিন খলজি তার সমসাময়িক সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তিনি যে নিজেকে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ বলতেন, তা তার বিজয়াভিযান দ্বারা প্রতিপন্ন করেছিলেন। তিনি এমনই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন যে, নিজে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু যখনই তিনি অসম্ভাব্যতার কথা বুঝতে পারলেন তখনই এ ধারণা পরিত্যাগ করলেন। ফারিশতা বলেন, ‘আলাউদ্দিনের কাজ অনুসন্ধান করলে আমরা একজন মহান রাজার আবির্ভাব লক্ষ্য করি। যখনই তার রক্তাক্ত হাতের প্রতি লক্ষ্য করি, তখনই অশান্ত এক অত্যাচারী আমাদের সম্মুখে দেখা দেয়।